অবশেষে সত্যাসত্য জেনে সত্যবাদী হয়েছি,
সবাই ওস্তাদ শুধু আমি হলাম অবিজ্ঞ ছাত্র।
know-how
If know-how snakes can run, and If there is love in the palm of your hand then it will be equally agreeable from beginning to the end. Not many know that sesame, linseed and mustard have fire in them. None has ever been able to extract oil from a sunflower by ignoring the sun. Workhorse can’t win the race but they pull the mill. To recognise the true beauty one has to look sharply. If you want to protest against injustice, you have to speak in a strong voice.
জানলে
জানলে ডোরা সাপে দৌড়াতে পারে এবং হাতের মুঠে ভালোবাসা থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত সমান প্রাণবন্ততা থাকে। তিল, তিসি এবং সরিষার ভিতর আগুন থাকে যা সকলে জানে না। সূর্যের সাথে আড়ি দিয়ে সূর্যমুখী থেকে কেউ কখনো তেল বার করতে পারেনি। দৌড়াতে না পারলেও মুটে ঘোড়া ঘানি টানে। তিলোত্তমাকে চিনতে হলে তীক্ষ্ণদৃষ্টে দেখতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে হলে বলিষ্ঠকণ্ঠে কথা বলতে হয়।
অপ্রত্যয়
বাক এবং ব্যক্তি স্বাধীনতা পেয়ে বাংলাদেশের মানুষ নির্বাক হয়েছে। কূটকচালে লুটে-পুটে খেয়ে একদল ঠিকই পটু হয়েছে। মাসে মাসে বছর ফুরায়, ভাষার শুদ্ধ চর্চা হয় না। আশ্বস্ত হওয়ার জন্য হতাশ্বাসরা সান্ত্বনা পায় না। শান্তি স্বস্তির নিশ্চয়তা জনসাধারণ এখনো পায়নি। নিরাপত্তা হয়েছে প্রতিপত্তিহীন, বিধায় বেশির ভাগ শব্দের আগে এখন অপ্রত্যয় যোগ হয়।
Selfish
Those who love are cheated. Those who get love are very selfish. For those who don’t cheat others and suffer for the sake of others, their luck is propitious. Greedy people never think about what others want.