কবি এবং কবিতা

কবিত্ব এবং কবিতা কী?
কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং.কব্ + ই]। ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।
কবিত্ব [ kabitba ] বি. কবির ভাব (তার কবিতায় কবিত্বের বড় অভাব); 2 কবিতা রচনা করার শক্তি; 3 ভাবমাধুর্য; 4 কল্পনাবিলাস (কবিত্ব করা)। [সং. কবি + ত্ব]। পূর্ণ, ময় বিণ. কাব্যগুণসমন্বিত। শক্তি বি. কবিতা রচনার ক্ষমতা।

কবিতা কী এবং কয় প্রকার?
বি. কবিতা, পদ্য; ছন্দোবদ্ধ শ্লোক; পদ, পদবদ্ধ; দোহা, গাথা, কারিকা, শায়ের; শ্লোক, ঋক, মন্ত্র, স্তোত্র, সূক্ত; ছড়া, শোলোক; লিমেরিক; বয়েত, রুবাইয়াত। কারিকা, বিবরণশ্লোক। কাব্য, কাব্যসাহিত্য; শ্রুতিকাব্য; দৃশ্যকাব্য; কাব্যনাট্য, নাট্যকাব্য, কাব্যনাটক, চম্প। গান, গীত, সংগীত, গীতি, গীতিকবিতা, গাথা, লিরিক। পালাগান, পালা। রোমান্টিক কবিতা, মন্ময় কাব্য।আধুনিক কবিতা। মহাকাব্য, ধ্রুপদীকাব্য, এপিক কাব্য, এপিক; এলিয়ড; ওডিসি, বীরগাথা। খণ্ডকাব্য।শোকগাথা, শোককাব্য, শোকসংগীত, মারসিয়া; এলিজি। স্মরণকাব্য, স্মৃতিকাব্য।লোকগাথা, লোককাব্য। পদাবলি; বৈষ্ণব পদাবলি; শাক্তপদাবলি। চারণকাব্য, চারণগীতিকা; ভাটগান। পাচালি। কবিগান, কবিসংগীত। ঝুমুর; তরজা। ব্যঙ্গকবিতা, প্যারোডি। কবিতাবলি, কবিতাসংগ্রহ, কাব্যসংকলন, কবিতা সংকলন; কোষকাব্য।

কবিত্ব
কবিপ্রতিভা, কবিত্বশক্তি, কবিত্বগুণ, কাব্যক্ষমতা, কাব্যশক্তি, কাব্যপ্রতিভা; কবিভাব, কবিস্বভাব, কবিপনা; কবিকনা।কাব্যধর্ম; কাব্যগুণ; কাব্যধর্মিতা, কবিতাধর্মিতা। কবিয়ানা, কাব্যিকতা। কাব্যসৃষ্টি, কাব্যরচনা। কাব্যকলা; কাব্যরস, কাব্যমাধুর্য। কাব্যচর্চা, কাব্যানুশীলন; কাব্যালোচনা (ক)। কাব্যজগৎ কাব্যলোক, কাব্যগগন, কাব্যাকাশ; কাব্যকানন।কবিসমাজ, কবিকুল। কবিপ্রসিদ্ধি; কবিসময় প্রসিদ্ধি। পঙক্তি, চরণ; স্তবক। ছন্দ। চতুর্দশপদীকবিতা, সনেট।কবিতা পাঠ (ক), আবৃত্তি (ক), কবিতা আবৃত্তি; কাব্যপাঠ; কবিতাপাঠের আসর, আবৃত্তির আসর। কবিসম্মেলন, মুসায়েরা।বিণ. কবিত্বপূর্ণ, কাব্যিক; কবিতাধর্মী, কাব্যধর্মী; শোকাত্মক। কাব্যময়, কাব্যগুণসম্পন্ন।কবিসুলভ, কবিজনোচিত, কবি কবি।বিণ/বি. কবি, কাব্যরচয়িতা, কাব্যস্রষ্টা, কাব্যকার, কবিবর।[বিপ] অকবি, কবিত্বশক্তিহীন।

ছন্দ এবং অলংকার 
বি. ছন্দ, পদ্যবন্ধ। তাল, রিদম [দ্র ৪৩২]। ছন্দঃস্পন্দ, ছন্দঃস্পন্দন, ছন্দঃস্ফুরণ; ছন্দোবন্ধ, ছন্দোবন্ধন; ছন্দানুগমন, ছন্দানুবর্তন, ছন্দানুসরণ।
ছন্দোবোধ, ছন্দেজ্ঞান; ছন্দঃশাস্ত্র।
মাত্রা, মোরা। মাত্রাজ্ঞান। যতি [অর্ধ যতি; পূর্ণ যতি]। ছেদ, বিচ্ছেদ যতি [পূর্ণচ্ছেদ; উপচ্ছেদ]। পর্ব, বার; পর্বাঙ্গ। চরণ। স্তবক, চরণগুচ্ছ; দ্বিপদী; ত্রিপদী; চৌপদী।

ছন্দবৈভিন্ন্য
পয়ার; তানপ্রধান; অক্ষরমাত্রিক; অক্ষরবৃত্ত; বর্ণমাত্রিক; গুরুছন্দ; যৌগিক; সংকোচপ্রধান; মিত্রাক্ষর; অমিত্রাক্ষর; মুক্তবদ্ধ; মুক্তছন্দ; গৈরিশ ছন্দ; গদ্যছন্দ। মাত্রাবৃত্ত; ধ্বনিপ্রধান; ধ্বনিমাত্রিক; বিলম্বিত; বিস্তার প্রধান। স্বরবৃত্ত; স্বরমাত্রিক; শাসাঘাতপ্রধান; বলপ্রধান; ছড়ার ছন্দ; তছন্দ; মালিনী; অষ্টি; ত্রিষ্ঠুভ; অনুপ; তোটক; নাচাড়ী, লাচাড়ী; মন্দাক্রান্তা; বসন্ততিলক; ভুজঙ্গপ্রয়াত; শালবিক্রীড়িত; শার্দুলললিত। লৌকিক ছন্দ। দলবৃত্ত; কলাবৃত্ত; মিশ্রকলাবৃত্ত। দলমাত্রা; কলামাত্রা।

ছন্দঃপতন
ছন্দঃপাত, ছন্দোভঙ্গ। ছন্দোদোষ [অধিকার; ন্যনাক্ষর; যতিভঙ্গ; মাত্রাপাত]। 
বিণ. ছন্দোবদ্ধ, ছন্দোগ্রথিত; ছন্দানুবর্তী, ছন্দানুসারী। ছান্দস, ছন্দসম্বন্ধীয়। 
বিণ/বি. ছান্দসিক, ছন্দরসিক।
বি. অলংকার [৪০৯]; অলংকরণ, অলংকৃতি; কাব্যালংকার; শব্দালংকার; অর্থালংকার; চিত্রালংকার, লক্ষণালংকার, অজহৎস্বার্থা।

“কবিরাজের কবিরাজি  দেখে কবুতর হয়েছিল কারয়িতা, কবির কারসাজি দেখে কবুতরি হতে চেয়েছিল কারয়িত্রী”

© Mohammed Abdulhaque

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s