পঞ্চাশ বছরেও ভাগবাঁটোয়ারা শেষ হইনি, আর কত লুটপাট হবে? বেহায়াদের গলাবাজি দেখে হায়া গলায় দড়ি দিয়েছে। চোরচোট্টা এবং ডাকাতরা এখন চোখ টাটিয়ে হাঁটে। নকুল মরে শেষ হচ্ছে কিন্তু নকুলে দেশ ভরে যাচ্ছে! জাতিগত বৈষম্য এবং জাতিগত দ্বন্দ্বে আমরা বিভ্রান্ত এবং দেশের শিক্ষিতরা বিকারগ্রস্ত হওয়ার দরুন অশিক্ষিতরা এখন অভাবগ্রস্ত। গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ধর্ম থেকে আমরা যত দূরে যাই ধর্ম তত আমাদের কাছে আসে। ধর্মকে আমরা তুচ্ছজ্ঞান করি কিন্তু ধর্ম আমাদেরকে জ্ঞানী করে। বাড়াবাড়ি করে বিড়ম্বিত এবং অপদস্ত হওয়ার পর আমরা বুঝতে পারি, ধর্ম আমাদেরকে সুরক্ষা করে। আমাদের উন্মাদনার কারণ অন্য ধর্মালম্বীরা মরিয়া হয়ে প্রমাণ করতে চায় তাদের ধর্ম শুদ্ধ শুধু ইসলাম ধর্ম অশুদ্ধ। খবরের শিরোনাম পড়ে চমকে উঠতে হয় কিন্তু বাস্তবে কী হচ্ছে তা কেউ জানি না। সম্পদের জন্য শান্তি বিসর্জিত হচ্ছে। শক্তির জন্য অশান্তি উৎপাদিত হচ্ছে। অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইসলাম শব্দ ব্যবহার করা হচ্ছে, এবং তা ঘোর অন্যায়। বিশ্বে যা হচ্ছে তাতে স্পষ্ট, ইসলাম ধর্ম এখন আর চর্চা হয় না, শুধু স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হয়।