[ ] মিথ্যার সাগরে ডুব দিয়ে আমরা সত্যের অনুসন্ধান করি, সত্যকে হত্যা করার জন্য আমরা মিথ্যাকে ব্যবহার করি।
[ ] ভণ্ডরা এত বাড় বেড়েছে, যার প্রভাবে অন্যরা এখন সাধুকে বকাবকি করে বলে তোদের ধর্মই এমন! মুনাফিকরা যা করছে তাতে মুসলিম এবং অমুসলিম এখন সত্যি বিপাকে!
[ ] মূর্খরা যেদিন সত্যাসত্য বুঝতে শুরু করবে সেদিন কেউ নিস্তার পাবে না! কিলের চোটে মূর্খামী বার করবে। গরিবের পাতে পাড়া মেরে ধনীরা আর উপরে উঠতে পারবে না।
[ ] সামাজিক দায়িত্বপালনের জন্য সত্বর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। সমাজসংস্কারের জন্য আমাদেরকে কর্তব্যপরায়ণ হতে হবে, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জন্য সত্যনিষ্ঠ হতে হবে। আসো সফলতার জন্য সবাই দৃঢ়প্রতিজ্ঞ হই।
[ ] আল্লাহ আদমকে পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন। এর মানে, মতিগতি বদলালেও আমাদের আকৃতি কখনো বদলাবে না। আমরা সবাই জানি, কাদামাটি নরম থাকতে আকার দিতে হবে।
[ ] ধর্মান্ধ এবং স্বার্থান্ধের সাথে দূরত্ব বজায় রাখতে পারলে সহজে আত্মোন্নতি হয়। কিন্তু, সমস্যা হলো এদেরকে চিনতে যথেষ্ট সময় লাগে। চা পান করে চিনি চিবালে যা হয় আরকি!
[ ] রাত ভোর হলে আরেকটা দিনের শুরু হয় এবং সর্তক থাকলে সুখ সংরক্ষিত হয়। মৃত্যুর আগ পর্যন্ত যেমন বাঁচতে হয় তদ্রূপ সুস্থ থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হয়।
[ ] মনে রাখতে হবে, যে দেশে বিশ্বাসের ভিত নেই সেদেশে ধর্মের গুরুত্ব নেই এবং যে দেশে সত্যের মৃত্যু হয় সেদেশে সত্যবাদীর জন্মে না।
[ ] আজকাল নকল আকর্ষণীয় এবং মৌলিকতা দূরে সরে যাচ্ছে, নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য দুষ্প্রাপ্য হয়ে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যাচ্ছে।
[ ] শয়তানোপাসক এবং মানুষোপাসকের সংখ্যা অসংখ্য হচ্ছে, সমাজের নিরাপত্তা এবং সংসারের সুখ সমৃদ্ধি হারিয়ে যাচ্ছে।
[ ] আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সভ্যতা যান্ত্রিক হয়েছে, যন্ত্রের যান্ত্রিকতা সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।