আমাদের অপকর্মে হিংস্র হয়ে পরিবেশ এখন বিদ্রূপহাসি হাসছে! পেট পিঠের সাথে ঠেকেছে কিন্তু পাতে ভাত নেই! লকডাউনের নাটক চলছে! শ্বাসকষ্টে হাঁস-ফাঁস করে চোখ থেকে জল ঝরছে, কদ্দিন পর কবরস্থানে লাশের স্তূপ হবে। হে আমার স্বজাতি! কালঘুম থেকে জাগো নইলে ঘুমেই আয়ু ফুরাবে! এমন যে হবে তা কি কেউ ভেবেছিল? তদ্রূপ দুর্নীতিগ্রস্তদের কী হবে তা শুধু আল্লাহ ভালো জানেন! এখনো সময় আছে সুস্থ চিন্তায় পরিবেশপরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকলের মঙ্গল হবে, নইলে সত্বর সবাই বিপর্যস্ত হবো।
অশিক্ষায় মানুষ হিংস্র হচ্ছে, স্বার্থে হচ্ছে অন্ধ, অভাবে মানুষ হাবাগোবা হচ্ছে, ভুলে যাচ্ছে মানুষত্ব।