জীবন বট গাছের মত বাড়ে না, কবর অথবা শ্মশান হলো মৃত দেহের গন্তব্য এবং আত্মা প্রত্যাবর্তন করে অমরাবতীতে। আত্মশুদ্ধির জন্য সাধনা না করলে বিভ্রান্তিতে জীবনান্ত হয়। বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী হতে চাইলে মানুষ নির্বোধ এবং অজ্ঞান হয়। মানুষ সব করতে পারলেও মৃত্যুকে হত্যা কতে পারে না। যারা বেকার থাকতে পছন্দ করে ওরা স্বাচ্ছন্দ্য শব্দের অর্থ জানে না, সুখ এবং ঐশ্বর্য তাদের সাথে দূরত্ব বজায় রাখে। ন্যায় ন্যায্যতা এবং অন্যায়ের অর্থ যারা জানে না ওরা ধ্বংসাত্মক চিন্তা করে। স্বার্থান্ধ এবং অগম্যাগামীরা বিকারগ্রস্ত, তাদের রুচি অত্যন্ত বিকৃত, দেখতে সুস্থ মনে হলেও ওরা অত্যন্ত অসুস্থ। মধ্যবিত্তের সংসারে ঝড়তি-পড়তি কমতি দিয়ে পোষাতে হয় এবং কষ্টেসৃষ্টে বাঁচার নাম গরিবের জন্য কর্তব্যকর্ম। কষ্টে অতিষ্ঠ না হয়ে সন্তুষ্ট হওয়ার নামই সাধ্যসাধায়নায় আত্মশুদ্ধি। কষ্টসহিষ্ণুরা সহজে জীবন উপভোগ করে এবং মৃত্যুর পর সংযমীরা স্বর্গে যাবে।