জ্ঞানপাপীদের উপদেশ, নির্দেশ এবং পরার্মশ অনুযায়ী পরিকল্পনা করে আবাল বৃদ্ধ বনিতার অধিকার হরণ করা হয়েছে। বিশেষ করে অসহায়রা এখন সর্বহারা হয়েছে, আইনের অপব্যবহার করে তাদের ভাগ্য এবং ভাতার ভুষ্টিনাশ করা হয়েছে। পাপের প্রভাব এবং অসহায়ের দীর্ঘশ্বাসে বাতাস তপ্ত হচ্ছে, বিশ্বের পরিবেশে এখন অভিশাপ! বৈশ্বিক উষ্ণতা হলো বায়ুমণ্ডলীয় অভিশাপ। সীমালঙ্ঘনকারীদের ধ্বংস অনির্বার্য। আল্লাহর পক্ষ থেকে গজব আসলে কেউ নিস্তার পাব না।