আমি চিৎকার করে বলতে চাই, সন্তানকে অভিশাপ দেওয়ার আগে চিন্তা করো, দোষী কে? আল্লাহ বলেছেন, তোমরা যা ভোগ করো তা তোমাদের কৃত। মানে আমাদের জীবনে যা ঘটে তার জন্য আমরাই দায়ী! সন্তানকে তিরষ্কার না করে, পাপ এবং শাপমোচন করার চেষ্টা করলে সকলের মঙ্গল হবে। আবেগপ্রবণ গল্প কবিতা সংলাপে সংসার চলে না এবং স্বর্গও মিলে না। সকল দোষ ছেলে এবং ছেলবৌর নয়। বৃদ্ধাশ্রম অনেকের শেষ আশ্রম এবং স্বেচ্ছায় অনেক বনাশ্রমেও যায়। সত্বর বাস্তবিক হও! বস্তাপচা ভাবপ্রকাশ বাদ দাও। আমরা সামাজিক জীব। আমাদের বিবেক আছে। চাইলেই উত্তম এবং মহৎ হওয়া যায় না। বললেই সম্পদশালী এবং শক্তিশালী হওয়া যায় না। মানুষের ভুল হয়, ভুল থেকে শিখতে হবে, ভুল ধরিয়ে দিতে হবে। যেভাবে চলছে এভাবে চললে নরক হবে গন্তব্য। অনেকে বলবে, আমি পরোয়া করি না। এখন না করলেও পরে সকলে পরোয়া করব। আমি নিশ্চয়তার সাথে বলতে পারব, মৃত্যুর কাঁধে হাত রেখে কিছুটা পথ চললে, স্বর্গ হবে গন্তব্য। গায়ে জোর থাকতে চোখ বুজে কৃতকর্ম সম্বন্ধে চিন্তা করলে গূঢ়তত্ত্ব খোলসা হবে। অসাধুরাও জানে, লক্ষ্যসিদ্ধির জন্য সাধনা করতে হয়। সংসারী হলে সহজে সিদ্ধিলাভ হয়। বিবাহে বৈধভাবে কামবাসনা পূর্ণ হয়। ঐহিক সৌভাগ্য এবং মোক্ষপ্রাপ্তির জন্য সুনীতি মেনে নৈতিক হতে হয়। এসব শুধু তাদের জন্য সহজ যারা স্রষ্টাকে সন্তুষ্ট করতে চায়। সাধনা সহজসাধ্য হোক এই মোর প্রার্থনা।