আকাশ থেকে পানি নামলে খানি পাই,
পাতালে চলে গেলে ভুখ পিয়াসে মরে যাই,
করের চক্রে পড়ে নিকড়ে গরিবরা হচ্ছে ভবঘুরে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
বিষ উপবিষে বিশ্বাস হচ্ছে বিষাক্ত,
নির্বিষ মেটেসাপের কষ্ট হয়েছে নিরুপাখ্য,
বন্যার জলে দোমেটে ঘর ভাটিতে ভেসে গিয়েছে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
কায়ক্লেশে কাজ করে অদীনরা হয় নির্ধন,
সুখে-স্বচ্ছন্দে বাঁচতে চেয়ে সুখিরা এখন চক্ষুশূল,
মেঠো পথে হাঁটাহাঁটি করে গৃহীরা গরঠিকানিয়া হয়েছে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
ন্যায় শব্দে অ যোগ হওয়ায় কারো কষ্ট হচ্ছেনা,
মরতে মরতে শেষ হলে সাম্যের সমস্যা সমাধান হবে,
মৃত্যুর আগে অপ যোগ হলে হাড়েহাড়ে মজা টের পাবে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।