অনেকে মনে করে ইসলাম ধর্ম শুধু মুসলমানদের জন্য এবং মুসলমানরা উদ্ভট জাতি। কিন্তু তিক্ত সত্য হলো, আলো বাতাস পানির মত ইসলাম ধর্মও সবার জন্য এবং বংশপরম্পরার নাম ইসলাম ধর্ম নয়। যারা ইসলাম ধর্ম পালন করে ওরা মুসলমান। অন্য সবার মত মুসলমানরাও বিশ্ব এবং পরিবেশের অংশ। পাপমোচনের জন্য মুসলমানরা সাধ্যসাধনা করে। মুসলমানের নিশ্বাসে অভিশাপ নাশ হয়, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে মুসলমানরা অভিশপ্ত হলে বিষাক্ত পরিবেশ নির্বিষ হবে কেমনে?