We need to understand the truth soon. We are mortals, and only this world is habitable for us. If we die fighting, no one will benefit. Many people have come before us. They have fought and died. We have read history about bloody wars and war-winning warriors. None of us can be immortal by killing the innocent.
“শান্তিপূর্ণ সমাধান”
সত্বর আমাদেরকে সত্য বুঝতে হবে, আমরা মরণশীল এবং শুধুমাত্র এই পৃথিবী আমাদের জন্য বাসোপযোগী। মারামারি করে আমরা মরলে কারোই লাভ হবে না। আমাদের আগে অনেক মানুষ এসেছে, ওরা যুদ্ধ করে মরেছে। আমরা ইতিহাস পড়ে রক্তক্ষয়ী যুদ্ধ এবং যুদ্ধে জয়ি যোদ্ধাদের কথা জেনেছি। নীরিহকে মেরে কেউ অমর হতে পারব না। শান্তির জন্য এবং আনন্দের জন্য দয়া করে শান্তিপূর্ণ সমাধন করুন।