এক কডাকা ভোরে বিয়ে বাড়িতে হুড়মুড় শুরু হয়। কী হয়েছে জানতে চাইলে মাথা হাতে ইশারা করে বরের ভায়রা বলেছিল, বাসরঘরের দোয়ারে ইয়া মোটা ছাগল একটা বাঁধা। গতরাত এই বাড়িতে ভূতাবির্ভাব হয়েছিল। ভূতাবিষ্ট কনেকে দৃশ্যমান করার জন্য যেমন করে হোক, অদৃশ্য হওয়ার বিদ্যায় পারদর্শী হতে হবে।
এমন সময় এক ফকির হেঁকে বলছিল, দয়া করে ছাগলটা আমাকে ছদকা দিন। পরের বার আপনারা যখন গ্রহের ফেরে পড়ে হুড়োহুড়ি করবেন তখন ফাঁড়া কাটানোর জন্য ছদকার ছাগল চড়া দামে বিক্রি করব। আর হুড়কো মেয়ের রাহু দূর করার জন্য তিন মাস অন্তর অন্তর তিন মাস বয়স্ক ছাগল ছদকা করলে এই বাড়িতে আর কভু ভূতাবির্ভাব হবে না।