বানান ব্যাকরণ সম্পাদনার অংশ। আমরা যারা লেখালেখি করি আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে এতে সবাই উপকৃত হব। আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আক্ষেপের বিষয় হলো আমার ডাকে কেউ সাড়া দিচ্ছেন না। কাগুজে বই প্রকাশ করা তেমন কিছু নয়, কিন্তু একটা বইর রাজসংস্করণ করা অনেক বড় কৃতিত্ব। আসুন অন্তত সফলতার জন্য এক হয়ে কাজ করি।