উপন্যাস সম্পাদনার জন্য সম্পাদক অত্যাবশ্যক। অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রতি শব্দে দশ পয়সা দেব। বানান ব্যাকরণে বিশেষজ্ঞ বইপোকাদেরকেও পুরস্কৃত করা হবে।
বৃত্তে বৃত্তান্ত হলো কবিতার বই। পরমাত্মীয় হলো মহা উপন্যাস। অবলীলা হলো সিলেটের আঞ্চলিক ভাষায় উপন্যাস। হাজিবাবা এবং সত্য প্রেম অনেকের জন্য দুরধ্যয় এবং দুর্বোধ্য। ওয়েবসাইটে মোট উনিশ খান ই-বই আছে। সকল বইর রাজসংস্করণ করতে চাই। মনে রাখবেন, সুপরামর্শ গ্রহণীয় হলেও উপদেশ অগ্রহণীয়। দয়া করে শুধু সাহিত্যপ্রেমীরা যোগাযোগ করবেন।
সবাই জানে, সম্পাদনা করতে হলে শব্দ সম্বন্ধে জানতে হয় এবং সম্পাদকরা ব্যাকরণে পণ্ডিত।