The righteous are all in voluntary exile,
The flag bearers of religion are covering up sin in the shadow of religion,
The environment is poisoned by the curse of the helpless,
Lord, I want peace, not punishment,
Punish those who are destroying us,
This is my prayer.
“স্বেচ্ছা নির্বাসন’
ধার্মিকরা সব স্বেচ্ছা নির্বাসনে,
ধর্মের ধ্বজাধারীরা ধর্মের ছায়াতলে পাপ ধামাচাপা দিচ্ছে,
অসহায়দের অভিশাপে পরিবেশ বিষাক্ত,
প্রভু, আমি শান্তি চাই, শাস্তি চাই না,
যারা আমাদের সর্বনাশ করছে তাদারেকে শায়েস্তা করো,
এই আমার প্রার্থনা।