ছায়া দেহকে ডেকে বলল, তুমি নিথর হয়েছ এবং আমি তোমার নিচে, এর মানে মৃত্যু তোমাকে নিয়ন্ত্রণ করেছে। এখন তুমি সত্য এবং মিথ্যাকে দেখতে পাচ্ছ। তাকিয়ে দেখো, তুমি অক্ষম হতেই অন্যরা ক্ষমতাবান হয়েছে। অনাত্মীয়রা তোমার সম্পদ আত্মসাৎ করে সম্পদশালী হয়েছে। হয়তো ওরা তোমাকে পোড়াবে অথবা মাটিতে গাড়বে। চাইলে তুমি আর আত্মশক্তি ব্যবহার করতে পারবে না। আত্মত্রাণের জন্য তুমি আর সাধ্যসাধনা করতে পারবে না। তখন তুমি আত্মপ্রসাদে আত্মমগ্ন ছিলে, এখন আত্মদর্শন হচ্ছে কিন্তু আত্মশুদ্ধি হবে না। তুমি এত স্বার্থান্ধ হয়েছিলে, মৃত্যু তোমার সাথে ছিল কিন্তু তুমি তাকে দেখতে পাওনি।