অন্যায়, অত্যাচার এবং অভিচার যখন নিত্যনৈমিত্তিক কার্যক্রমের অংশ হয় তখন স্বর্গ অদৃশ্য হয়ে নরক দৃশ্যমান হয়। মৃত্যুকে অপদস্ত করার জন্য সদর্পে অনেকে বলে, আমি ধর্মধ্বজাধারী নই, স্বর্গ অথবা নরকের ধারে পাশে আমি যাব না। কিন্তু যখনই শিরে সংক্রান্তি শুরু হয় তখন ওরা হা হতোস্মি জপে এবং মৃত্যুর সাথে দূরত্ব বাড়াবার জন্য শিরনি মানত করে। মানতে না চাইলেও শাশ্বত সত্য হলো, মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পাব না তবে সাধ্যসানায় মৃত্যুকে আনন্দদায়ক করতে পারব। সদাচরণে সদাচারী এবং সত্যবাদিতায় সত্যবাদী হওয়ার ব্রত করলে পৃথিবীর পরিবেশ সত্বর স্বর্গীয় হবে। যারা জানার ওরা জানে, সদাত্মারা কখনো অনুতপ্ত হয় না ওরা সদা পরিতৃপ্ত থাকে।