[] উত্তেজিত হয়ে অনেকে বলে, পয়সা হলো হাতের ময়লা। পয়সাকে যারা গুরুত্ব দেয় ওরা পয়সার উপসাক। পরে যখন পয়সার কারণ হাঁসফাঁস শুরু হয় তখন মাথা চাপড়িয়ে ওরা বলে, হায় আমি মরে গেলাম।
[] যারা অন্যের সাথে উপহাস করে, তাদের হাবভাবে প্রভাবিত হয়ে কেউ হাসাহাসি করলে ওরা হাউমাউ করে কেঁদে বলে, আমার সাথে ঘোর অন্যায় হচ্ছে।