প্রতিকূল পরিস্থিতি

[ ] হুজুরদেরকে বলছি, দয়া করে হুজুগের হিড়িকে পড়ে দাঁত কিড়িমিড়ি না করে বাস্তবিক হওয়ার চেষ্টা করুন, এতে সকল উপকৃত হব। অন্যরা না জানলেও আপনারা জানেন, শুধুমাত্র মানবজাতিকে শায়েস্তা করার জন্য অগণিত নবী এবং রাসূল জগতে প্রেরিত হয়েছিলেন, তাতে মানবজাতি কি শায়েস্তা হয়েছে? চোগা চাপকান এবং আলখাল্লাজাতীয় পোষাক পড়ে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে হলে মনেপ্রাণে ইসলাম ধর্ম চর্চা করতে হয়। কয়জন মনেপ্রাণে ইসলাম ধর্ম চর্চা করি? অসংকোচ স্বীকারোক্তি সকলের কাম্য হলেও কয়জন তা অসংকোচে স্বীকার করব? হিতাহিতজ্ঞান হারিয়ে হিতাকাঙ্ক্ষী হওয়া যায় না। হিতোপদেষ্টা হতে হলে হিতাহিত শব্দের অর্থ জানতে হয়। হিজলিবাদাম সকলে চিবায় না এবং হিজিবিজি কাজ সকলে পছন্দ করে না। দেশ এবং জাতির উপকার করতে হলে সজহভাবে ধর্মপ্রচার করতে হবে। সহজ ভাষায় কুরআন অনুবাদ করতে হবে। দেশের উন্নতিসাধন এবং জাতিকে ঐক্যবোধ করতে হলে প্রকৃত ইসলাম ধর্ম চর্চা করতে হবে। বর্তমানে যা হচ্ছে তা হলো, সবাইকে বোকা বানানোর জন্য মানানসই দেখানোর পাঁয়তারা চলছে। মনে রাখা দরকার, হিতসাধনে ইচ্ছুকরা কখনো হিতোপদেশকে উপেক্ষা করে না। বিপদ বিশৃঙ্খলা কেউ পছন্দ করে না এবং স্বেচাছায় কেউ শৃঙ্খলাবদ্ধ হতে চায় না। উচ্ছৃঙ্খলকে সুশৃঙ্খল করতে হলে আইনশৃঙ্খলার প্রয়োজন। প্রতিকূল পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়া যেকোনো দেশের জন্য বিপজ্জনক। স্বার্থান্ধ এবং ধর্মান্ধরা শান্তির শত্রু। মুসলমানরা সম্পদ এবং ক্ষমতা ভাগবাটোয়ারা করে না। শান্তি-স্বস্তি এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন মুসলমানরা তা করে।

[ ] জাতীয় মসজিদ বায়তুল মুকাররামে কী হয়েছিল এবং তা কেন হয়েছিল? তালিবানরা কেন ঢাকা গিয়েছিল? কারা এবং কেন হিংসানলে ইন্ধন যোগিয়েছিল? যারা পৃষ্টপোষক ছিলেন উনারা তখন কোথায় ছিলেন? উনাদের আত্মীয়রা তখন কোথায় ছিলো? শুরুটা কী থেকে হয়েছিল? দেশের ধর্মগুরুরা কেমন সফল? উনারা কি আধ্যাত্মিক সাধনা করেন? উনাদের দিব্যজ্ঞান কেমন পখর? উনারা কি প্রকৃত ধর্মাত্মা নাকি বেশভূষায় দরবেশ? আত্মা, পরামাত্মা, অধ্যাত্মতত্ত্ব এবং পরমাত্মতত্ত্ব সম্বন্ধে উনারা কতটুকু জানেন? উনাদের আত্মদর্শন কি হয়েছে? ষড়রিপু নিয়ন্ত্রণের মন্ত্র কি উনারা জানেন?

[ ] দূর থেকে স্পষ্ট সম্পদ এবং ক্ষমতার জন্য সবাই মরিয়া। সিংহাসনে বসার জন্য যাচ্ছেতাই করতে রাজি। আজেবাজে কাজ করে দেশকে অকেজু করলে কার লাভ হবে? এবং দেশকে কেন অকেজু করতে হবে? আল্লাহ কি মুসলমানদেরকে হাঁটু ভাজ করে বসে দিনমান কুরআন পড়ার জন্য বলেছেন? মুসলমানদের কি কোনো দায়দায়িত্ব এবং কর্তব্যকর্ম নেই? দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালাকে সালাম করার নাম কী ধর্মপালন? দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কি নিষ্পাপ, নির্মোহ এবং নিষ্কল? মাদ্রাসায় যারা পড়ে শুধু ওরা কি ইসলামের ষোলোকলা জানে, বাকিরা কি মূর্খ? আমিতো জানি আল্লাহ বলেছেন আল্লাহ সবার মালিক খালিক এবং যারা জীবনের কোনো সময় আল্লাহকে বিশ্বাস করেছে ওরাও বেহেস্তে যাবে। তাইলে মিথ্যা তথ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কেন? সহজ ভাষায় সত্যকে সবার কাছে পৌঁছানো হচ্ছে না কেন? আল্লাহর ওয়াস্তে লিল্লাহ ছদকা আদায় করা হয় কিন্তু দায়িত্ব আদায় করা হয় না। সত্য বলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় না।

[ ] বাংলাদেশ মুসলমানদের দেশ। বাংলাদেশ বিশ্বাসীদের দেশ। বিশ্বস্ত হতে হলে বিশ্বাসের সাথে কাজ করতে হয়। বাংলাদেশে আইনশৃঙ্খলা এবং শান্তি স্বস্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে।

[ ] মনে রাখতে হবে… দেশকে বিভক্ত করে কেউ কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেননি। স্বার্থান্ধরা কখনো সফল দলনেতা হতে পারেনি। যারা স্বার্থচিন্তা করে ওরা কখনো সিদ্ধ হতে পারে না। আত্মহিতচিন্তায় অত্যহিত হয়। বিদ্বেষপরায়ণ এবং পরহিংসকরা সবার শত্রু।

[ ] জীবনে সফল এবং জন্ম সার্থক করতে হলে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানতে হয়। মনগড়া ব্যায়ামকৌশল এবং চিত্তাকর্ষক খেলা প্রদর্শনে জনপ্রিয়তা মিলে আল্লাহর ক্ষমা এবং করুণা মিলে না।

অবশেষে বলতে চাই… বর্তমানে দেশে যা হচ্ছে তা কি ঘোর অন্যায় নয়? অন্যায়ের প্রতিবাদ না করলে কী হয়?

সকলের মঙ্গল হোক! শান্তি বর্ষিত হোক সবার উপর।

শায়েস্তা [ śāẏēstā ] বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]।

© Mohammed Abdulhaque

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s