Only for love

When a benefactor does something for the welfare of all, after his death, everyone wishes him well. But if someone secretly does something harmful, everyone reprimands the perpetrator. No one will live forever. The world will be destroyed one day. Let’s do something for the good of all before it’s too late. Let’s establish peace in the world only for love. It will benefit mankind, and the next generation will praise us. If it continues as it is, the next generation will rebuke us, and our death will be extremely painful. We, the human race, need to help each other for the sake of humanity without prejudice. Those who squander wealth and power, those who use wealth and power to harm others, will be reprimanded, and even if we don’t want to, everyone has to die to enjoy the bounty of our deeds. No one can cheat death, and eventually everyone will meet the Creator. Therefore, let’s be friendly to make the world heavenly.

“শুধুমাত্র ভালোবাসার জন্য”

কোনো হিতকারীর সর্বজনহিতকর কিছু করলে তার মৃত্যুর পর সবাই তার হীতকামনা করে। কিন্তু কেউ গোপনে অনিষ্ট করলে অনিষ্টকারীকে সবাই ভর্ৎসনা করে। কেউ চিরদিন থাকব না, পৃথিবীও একদিন ধ্বংস হবে। আসুন বেশি বিলম্ব হওয়ার আগে সর্বজনহিতকর কিছু করি, শুধুমাত্র ভালোবাসার জন্য পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্টি করি। এতে মানবজাতি উপকৃত হবে এবং পরবর্তী প্রজন্ম আমাদের গুণকীর্তন করবে। যেভাবে চলছে এভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে ভর্ৎসনা করবে এবং আমাদের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। আমরা মানবজাতি, স্বজাতির পক্ষপাতিত্ব না করে মানবতার খাতিরে একে অন্যকে সাহায্য করতে হবে। সম্পদ এবং শক্তির জন্য যারা যাচ্ছেতাই করে, সম্পদ এবং শক্তি খাটিয়ে যারা অন্যের অনিষ্ট করে তাদের ভাগে ভর্ৎসনাই পড়বে এবং না চাইলেও কর্মের ফলভোগ করার জন্য সবাইকে মৃত্যুকে বরণ করতেই হবে। মৃত্যুর সাথে কেউ প্রতারণা করতে পারব না এবং অবশেষে স্রষ্টার সাথে সবার সাক্ষাৎ হবে। তাই আসুন বিশ্বকে স্বর্গীয় করার জন্য সবাই বন্ধুসুলভ হই।

© Mohammed Abdulhaque

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s