ধর্মপালন এবং দেশ পরিচালনা এক বিষয় নয়। অন্তরের সাথে সংগ্রাম এবং শত্রুর সাথে সংগ্রাম এক বিষয় নয়। রাজনীতি করতে হলে কূটনীতি অথবা দৌত্যবিদ্যায় পারদর্শী হতে হয়। কিন্তু যারা চিল্লাচিল্লি করছে তাদের কয়জনে … কূটনীতি, কুশলী পরিচালন, অক্ষ, দৌত্যবিদ্যা, কূটনীতিক দৌত্য, আন্তর্জাতিক কূটনীতি, কূটনীতিক, বিদেশীদুতযুক্ত শব্দের অর্থ জানে? এসব শব্দের অর্থ না জানার দরুন মুসলমানরা আজ বিপর্যস্ত। কয়জন মুসলমান শুদ্ধভাবে কুরআন পড়তে পারে? কয়জন মুসলমান বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে পারবে? কয়জন মুসলমান তাল সামাল দিতে পারব?
কিন্তু ভুজভাজি এবং ভাঁওতাবাজিতে বিশেষভাবে পারদর্শী, মানে এক্কেবারে শয়তানের প্রসংশার পাত্র!
বিশেষ দ্রষ্টব্যঃ যারা বীজ মন্ত্র চর্চা করে না ওরা খুব সহজে বিভ্রান্ত হয়।