যারা বাংলায় কথা বলতে ঘৃণা করতো, ওরা এখন বাংলায় কবিতা লেখে। যারা রবি ঠাকুর এবং নজরুলকে ঘৃণা করতো ওরা এখন তাদের জয়গান গায়। যারা বলতো বাংলা হলো হিন্দুদের ভাষা ওরা এখন বাংলা বাংলা জপে মুখে ফেনা তুলে। যারা জাতীয় সংগীতের নিন্দা করতো ওরা এখন চিৎকার করে জাতীয় সংগীত গায় এবং সুর নকল করে গজল বলে চালাতে চায়। যারা এখনো সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্থানের জয়গান গায় ওরা কখনো দেশ এবং ধর্মের কদর করতে পারবে না। সীমালংঘনকারী এবং গোপনে অনিষ্টকারীকে কেউ ক্ষমা করবে না।