আবেগপ্রবণ হয়ে স্বাধীনতার কবিতা লেখা যায় না,
স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দেওয়া হয়েছে।
স্বাধীনতার জন্য আরশ আশমান কাঁপে,
স্বাধীনতা ছেলের হাতের মোয়া নয়।
স্বাধীনতা হলো মুক্ত বাতাস,
হঠাৎ দম ফুরিয়ে শ্বাসপ্রশ্বাস থামলে কলিজা ফাটে,
টুকটুকে লাল স্বাধীনতা রক্ত হয়ে নাড়িতে দৌড়ে,
রক্ত বার করে ধমনিতে পানি ভরলে জীবনান্ত হয়,
পরাধীন মানুষ মৃত্যু কামনা করে।
স্বাধীনতা হলো মহাবীরের হুঙ্কার,
যার দাপটে আত্মা চমকে কলিজা শুকায়।
আহ স্বাধীনতা! তুমি আমার নিশ্বাসে,
বিশ্বাসে আছেন আল্লাহ এবং পরকালে আমি বিশ্বাসী।