বাংলাদেশ এমন এক দেশ, যে দেশ প্রতি বছর কয়েকদিনের জন্য রসাতলে যায়।
বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে মানুষ উপোস থাকার জন্য যাচ্ছেতাই করে।
বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে বেশভূষায় বিশ্বাসী সেজে বিশ্বাসঘাতকতা করে।
বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে নিশ্বাস ফুরায়, তর্কাতর্কির বিষয় ফুরায় না।