সংসারজীবনে প্রবেশ করতে চাইলে কারো হাত ধরতে হয়,
সংসার সাজাতে চাইলে টাকাপয়সার প্রয়োজন হয়,
সংসার চালাতে হলে আপ্রাণ খেটে অর্থোপার্জন করতে হয়,
ভালোবাসাবাসির জন্য ভালো বাসার প্রয়োজন হয়,
বাসা ভাড়ার টাকার জন্য আঠারো ঘণ্টা কাজ করতে হয়,
আমি তোমাকে ভালোবাসি জপে সংসার চালানো সম্ভবপর নয়।