বাজে কাজে পাজি না হয়ে,
ভালো কাজে কাজি হলে,
বড় পাকাবাড়ি, নামীদামি গাড়ি,
এবং সুখৈশ্বর্যপূর্ণ সংসার তোমার হবে।
Get this in your head and you will be the happiest.
“যথেচ্চারের দেশ”
যে দেশে অন্যায় অত্যাচার অভিচার বৈধ। তন্ত্রমন্ত্রে ব্যভিচারীরা যে দেশের রীতিনীতি নিয়ন্ত্রণ করে। রাজমিস্ত্রি এবং রাজমজুররা যে দেশে রাজযোগ করে। শক্তি সম্পদ এবং জনপ্রিয়তা হলো যে দেশের রাজরোগ। যে দেশের রাজনীতিবিদরা নিজেদেরকে রাজা রানী ভাবে, যে দেশের চামচারা কথায় কাথায় রাজা-উজির মারে, সেই দেশের নাম যথেচ্চারের দেশ।
Leave a Reply