বিবেক বুদ্ধির কারণ মানুষ সর্বোত্তম,
নির্বিবেক এবং নির্বোধরা পশুর চেয়েও অধম,
চাইলেও কেউ হতে পরবে না অভ্রম,
পৃথিবী স্বর্গীয় হবে অন্যকে ভাবলে আত্মোপম।
[ ] নির্বিবাদ জীবন এবং নির্বিশেষ ব্যবহার সবার কাম্য হলেও বাস্তবে আমরা বিবাদী এবং বিশেষ সুযোগসুবিধা চাই। আমরা খুব সহজে লোভার্ত এবং স্বার্থান্ধ হই। লোভের কারণ আমরা ঠকা খাই। স্বার্থান্ধ হয়ে আমরা অন্যায় অত্যাচার করি। নিজের লাভের জন্য আমরা নির্দ্বিধায় অন্যের ক্ষতি করি। আমাদেরকে অধিকার সম্বন্ধে জানতে হবে। পৃথিবী কারো পৈতৃক সম্পদ নয় এবং আমরা সবাই সমাজের প্রতি দায়বদ্ধ। অমুক আর তমুককে দোষারোপ করে নিজে নির্দোষ হওয়া যায় না। মনে রাখতে হবে, একে অন্যকে উপদেশ করলে জবীন আনন্দদায়ক হয়, স্বার্থান্ধ হলে জীবন অন্ধকারাচ্ছন্ন হয়। উক্তি খণ্ডনের জন্য প্রত্যুক্তি না করলে বক্রোক্তি শুনতে হয়। ন্যায়সম্মত প্রতিবাদ না করলে অন্যায়ের প্রত্যুত্তরে ক্ষতিসাধন হয়। তাই আমাদেরকে প্রতিবাদী হতে হবে, সচেতন হতে হবে। একে অন্যকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে।
Leave a Reply