জীবনে সফল হতে চাইলে পরিশ্রমী হতে হয়,
জীবনে সুখি হতে চাইলে সত্যবাদী হতে হয়।
দেশের উন্নতিসাধনের জন্য নিঃস্বার্থে কাজ করতে হয়,
দেশের হর্তাকর্তা স্বজনপোষক হলে দেশ দেউলিয়া হয়।
সৃজনশীল লেখা এক …
“যথেচ্চারের দেশ”
যে দেশে অন্যায় অত্যাচার অভিচার বৈধ। তন্ত্রমন্ত্রে ব্যভিচারীরা যে দেশের রীতিনীতি নিয়ন্ত্রণ করে। রাজমিস্ত্রি এবং রাজমজুররা যে দেশে রাজযোগ করে। শক্তি সম্পদ এবং জনপ্রিয়তা হলো যে দেশের রাজরোগ। যে দেশের রাজনীতিবিদরা নিজেদেরকে রাজা রানী ভাবে, যে দেশের চামচারা কথায় কাথায় রাজা-উজির মারে, সেই দেশের নাম যথেচ্চারের দেশ।
সৃজনশীল লেখা দুই …
“পালা আসবে”
অনেকের অন্তিম ইচ্ছা বাস্তব হচ্ছে। অনেক অভিশাপের মেয়াদ ফুরাচ্ছে। অহরহ নীরিহদের অপমৃত্যু হচ্ছে, কেউ কিচ্ছু করছে না। যারা অন্যকে অপদস্ত করছে আস্তেধীরে তাদের পালা আসবে। ওরা সংখ্যায় মাত্র কয়েকজন, তারপরেও পৃথীবিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ওরা গরিব এবং অসহায়ের শ্বাসপ্রশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রন করে, ওরা এত নির্দয়। তবে সত্বর ওরাও নির্বাক হবে।
সৃজনশীল লেখা তিন…
“অস্বচ্ছলতা”
যে দেশে বেতন ভাতায় শিক্ষক, পুলিশ, নার্স, ডাক্তার এবং আইনজীবীদের পাতে ভাত পড়ে না, সে দেশের জনগণ হাভাতে হয়। সে দেশের আইনশৃঙ্খলায় বিশৃঙ্খলা থাকে। সমাজ এবং সংসারে অশান্তি বিরাজ করে। সন্তান এবং শত্রুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। স্বার্থপর আত্মীয়স্বজনরা তক্কে তক্কে থাকে। দুর্নীতিবাজরা সে দেশ নিয়ন্ত্রণ করে। বিপত্তি এবং ব্যর্থতা দেশবাসীর নিত্য সাথি হয়।
“লেখালেখির মাধ্যমে লেখক এবং পাঠকের যোগমিলন হোক”
Leave a Reply