কাজের কাজি নেই দেশে পাজির চাষ হচ্ছে,
সৎকাজের গুরুত্ব নেই দেশে অকেজুরা কাজ পাচ্ছে।
যে যাই বলুক, দেশের জনসংখ্যা এখন প্রায় তিনগুণ হয়েছে। আল্লাহ সবার রিজেকের মালিক বলে সন্তানোৎপাদনে ব্যস্ত হলে ফসল কে উৎপাদন করবে? আকাশ থেকে বৃষ্টি বর্ষে, পাক করা খাবার আসে না। হাল চাষ করলে ফসল ফলে। সেই ফসলকে খাবার উপযোগী করার জন্য অনেক ক্রিয়াকর্ম, নৈপুণ্য এবং কার্যক্রমের প্রয়োজন।
তা অর্জনের জন্য বিচক্ষণ এবং পর্যবেক্ষক হতে হয়। স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষা এবং প্রশিক্ষণে দক্ষ হতে হয়। কর্মনিপুণ এবং কর্মদক্ষ হওয়ার জন্য করিতকর্মা হতে হয়। কর্মকুশলে তাক লাগানোর জন্য অদ্ভুতকর্মা হতে হয়। মনে রাখতে হবে, অসৎকাজে মহৎ হওয়া যায় না। মহৎ হওয়ার জন্য সৎকাজ করতে হয়।
প্রশ্নঃ- অক্লান্তকর্মীরা ক্লান্ত হলে হতভাগ্যদের ভাগ্যপরিবর্তন কেমনে হবে?
উত্তরঃ-