আমি আশৈশবের আলাভোলা। আমার কথায় কান দিলে চিলে কান নিয়ে যাবে। তো যাক সার কথায় আসি। দেশে কী হচ্ছে জানতে চাইলে আমার মাথায় খিলি মারে এবং আমি আউলা ঝাউলা হয়ে যাই। আমি পরখ করে দেখেছি, দেশে এখন সুশীল এবং অশ্লীল মিলে আস্ফালনের কেলিকলহ চলছে। তাই সত্যাসত্যের অর্থ বুঝতে এত দেরি হচ্ছে। মনে রাখতে হবে, কর্মফল ভোগ করতে হয়। হাত পেতে বসে থাকলে পাতে ভাত আসে না। দুহাতে মাথা চাপড়ালে বিপদ আপদ দূর হবে না। মানুষ অত্যন্ত হিংস্র। কামান্ধের সামনে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। স্বার্থান্ধের সামনে সম্মান এবং সম্পদ নিরাপদ নয়। তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়।