হাভাতের মনে অনুতাপ, সাধুর মনে পশ্চাত্তাপ,
সাধু চিন্তা হয়েছে জনসাধারণের জন্য অভিশাপ,
যারা রাজনীতি করে তাদের জন্য সাতখুন মাপ।
বিশ্বে বিশ্বাসঘাতকের সংখ্যা বাড়তেই আছে। বকবৃত্তি এবং নীচবৃত্তি প্রতিদিন পুনরাবৃত্ত হয়, আমাদের প্রবৃত্তি বদলে না। অনিচ্ছাসত্ত্বেও মানুষের মৃত্যু হয়, সম্পদ এবং ক্ষমতা কাউকে অমর করতে পারেনি। বিবেকবানরা সাধ্যানুযায়ী একে অন্যকে সাহায্য করে। বিবেকহীনরা হত্যা ধর্ষণ এবং স্বজাতিভক্ষণ ছাড়া আর বেশি কিছু করতে পারে না। আয়ুশেষ হলে মানুষের লাশ জ্বলে পুড়ে মাটিতে মিশে জৈব সার হয়। শেষ বিচারের চিন্তা যারা করে ওরা বুঝেশুঝে অন্যায় করে না।
Leave a Reply