সবুজ বাংলায় সুখ নাইরে বুক ভাসে আঁখিজলে,
মানুষ মরে অনাহারে ধীরে ধীরে দেশ যাচ্ছে রসাতলে।
কাক শকুন উধাও হচ্ছে আজকাল জল থাকে না বিলে,
মাছ ধরতে গেলে এখন মানুষের লাশ আটকে জালে।
ক্ষমতায় আসার জন্য সোনারা দেশকে বিপদের মুখে দেয় ঠেলে,
ন্যায়নীতি নেই কোথাও, মারামারি কাটাকাটি দিনরাত চলে।
ধর্ম বুঝে না ধর্মান্ধরা, ধর্মব্যবসায়ীরা ভূতের মত থাকে আড়ালে,
ধর্মহীনরা নারীধর্ম নিয়ে দিনেরবেলা চিনিমিনি খেলে।
রাজনীতি বুঝে না নেতারা তোতার মত দেশপ্রেমের কথা বলে,
কানার মত দলান্ধরা দৌড়াদৌড়ি করে দল ছেড়ে যায় অন্যদলে,
সত্য জানতে চায় না গণ্ডমূর্খ দলনেতার কান নিয়ে যায় চিলে।
মানুষ মারে কলে বলে, হরতাল আর মিছিলে,
হাভাতেরা ভাত পায় না, অসহায়রা পাথর ছাপে কপালে,
জমিখেকুরা এতিম বিধবার জমি দখল করে বাহুবলে।
নেতা নেত্রীরা নিজের স্বার্থে জনগণকে ব্যবহার করে কালে কালে,
নির্বোধ নেতাদের আদেশে জনতা নাচে তালে বৈতালে।