ধর্ম শব্দের প্রকৃত অর্থ না জেনে অহিতকামীরা উপহাস করে। অহিতকামীরা মনে করে যারা ধর্মপালন করে ওরা নির্বোধ। অহিতকামীরা জানে না, সময় সাগরকে নগর বানায়, মরুভূমিকে বানায় সাগার। গোপনে যারা অন্যের অনিষ্ট করে তাদের ঘোর অনিষ্ট হয়। অহিতকামীরা জানে না, কোয়াশা পড়লে অভেদ্য অন্ধকার দুর্ভেদ্য হয়, দুর্ভিক্ষের সময় অভুক্তরা অভোজ্য খেতে বাধ্য হয়। মনে রাখতে হবে, ধর্ম মানুষকে সুশৃঙ্খল করে শৃঙ্খলবদ্ধ করে না এবং অখণ্ডনীয় খণ্ডনের জন্য অকাণ্ডে বসলে অঘটনীয় ঘটনা ঘটে। বকাণ্ডপ্রত্যাশায় বকের মাথায় লাথি পড়ে, ভেদভাবহীন ভেকধারীর মাথায় ঠাঠা পড়ে।