নিষিদ্ধ কবিতা

গড়িমসি করে গণতন্ত্র এখন জনগণের গলার গড়ু হয়েছে,
কূটনৈতিক আদান-প্রদানের জন্য না পারে কেটে ফেলতে,
না পারে মনগড়া গল্প বলে গড়া সাক্ষী দিতে।
গড়ায়-গড়ায় গড়াগড়ি করে খোঁয়াড়ে আহ্লাদ গড়াচ্ছে দেখে,
দণ্ডকলসে ঠেস লেগে কলসি ফেটে তেল গড়াতে শুরু করেছে।
আমি জনাস্তিকে দাঁড়িয়ে অবোলা প্রাণীর মত ফ্যালফ্যাল করে তাকাই,
কিছু বলতে পারি না, আমার ভয় হয়, অপমৃত্যুর ভয় হয়।
নশ্বর মানুষ বুঝেশুঝে ক্ষমতার অপব্যবহার করে,
গায়ের জোরে নিরীহের উপর নির্যাতন করে সদর্পে হাঁটে,
ঘটঘট শব্দে দরদালান থরথর করে কাঁপে,
ঠাট ঠিক থাকলেও একচেটিয়া কারবার বেশিদিন ঠিকে না।
অপকর্মে ক্ষমতাবান অক্ষম হলে দুর্বলরা খিলখিল করে হাসে,
কর্মদোষে দোষী সাব্যস্ত হলে গণপ্রহারে পুরস্কৃত হয়,
মানতে না চাইলেও এসবের প্রমাণ ইতিহাসে আছে।

© Mohammed Abdulhaque

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s