অন্তঃসত্ত্বা অবস্থায় বউকে যারা বাঁদির মত খাটায় তাদের বংশে নির্বোধ এবং বাঁদি জন্মে। বউকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে ওরা পাকেপ্রকারে লাঞ্ছিত হয়।
মেয়েরা হয় বউ, ছেলেরা হয় বর। বউকে সম্মান করলে বংশে বীর জন্মে। এই সত্যের অর্থ না বুঝে যারা বাড়াবাড়ি করে তাদের মাথায় বাড়ি পড়ে।
গর্ভারম্ভের মাসে বাঁদর দেখলে বাঁদরমুখো জন্মিলে বাঁদির মত খাটলে কী জন্মিবে?