প্রশ্নঃ- দেশে কী হচ্ছে?
উত্তরঃ- দেশবাসী অতিমাত্রায় লোভী, স্বার্থপর, হিংসুক এবং বিশ্বাসঘাতক হলে যা হয় তা হচ্ছে।
বেশভূষায় ধার্মীক, চাটুকার এবং দাগাবাজের জয়জয়কার হলে যা হয় তা হচ্ছে।
ওজনে কম দিলে এবং কথায় কথায় মিথ্যা বললে যা হয় তা হচ্ছে।
দেশের মাটি ঠিকঠাক আছে। দেশের মানুষ বেঠিক।
আমার কথা বিশ্বাস না হলে যোগাসীন হতে পারবেন।
আক্ষেপের বিষয় হলো, লোকজনের কাছে হারাম হালালের পার্থক্য নেই। ভেদাভেদের অর্থ বদলে দেশবাসী দিনদিন নিরক্ষর হচ্ছে। সত্বর আমাদেরকে তাওবা করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
মনে রাখতে হবে, আলাপে ব্যবাহারে শালীনতার নাম বাকস্বাধীনতা এবং যুক্তিতর্কে তর্ককারীর শীক্ষা দীক্ষা এবং যোগ্যতার প্রামণ মিলে।
যাচ্ছেতাই বলে গ্যাঁজানোর নাম বাকস্বাধীনতা নয়। যাচ্ছেতাই শুনলে সবাক লোক অবাক হয়। দক্ষতা প্রমাণ করার জন্য শুধুমাত্র গণ্ডমূর্খরা সদর্পে যাচ্ছেতাই বলে।
যারা দেশ স্বাধীন করেছিলেন উনারা পচে গলে মাটিতে মিশেছেন, যে কয়জন বেঁচে আছেন উনারা এখন হাড়হাভাতে। তাই দেশ কে স্বাধীন করেছে এসব নিয়ে তর্ক বিবাদ না করে স্বয়ম্ভর হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলে লাভ হবে।
চোখেমুখে কথা না বলে আড়েহাতে কাজ করলে আর্থিক উন্নতি হবে। অযথা সময় নষ্ট না করে সৎপথে চলে হিতকর কাজ ব্যস্ত হলে অন্যায় অত্যচার অভিচার ব্যভিচার রহিত হবে। বাছ-বিচার করলে অনাচার দূর হবে। এসব শুধুমাত্র তখন সম্ভব হবে, দেশবাসী যখন বুঝেশুঝে সুখ দুঃখ ভাগ করবে।
Leave a Reply