যে দেশের রাজনীতিবিদরা নীতিভ্রষ্ট এবং স্বার্থপর,
যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী দুর্নীতিগ্রস্ত,
যে দেশের বিচারকর্তারা বিচারবোধহীন ধর্মান্ধ,
সে দেশ ন্যায়নিষ্ঠ মানুষের জন্য বাসযোগ্য নয়।
যে দেশের মানুষ বিদেশির তল্পিবাহক,
সে দেশ ভাগাড়ে পরিণত হয়।
লোভ মানুষের সর্বনাশ করে,
হিংসা মানুষের বংশনাশ করে,
কাম স্ত্রীলোকের ধর্মনাশ করে,
মোহ মদ মাৎসর্য বিশ্বাস ধ্বংস করে।
কামে কামান্ধ হলে মানুষ মনুষ্যত্ব ভুলে যায়,
হিংসায় হিংস্র হলে মানুষ মনুষ্যত্ব ভুলে যায়,
ধনমদে মাতাল হলে মানুষ মনুষ্যত্ব ভুলে যায়,
লোভে লোভাতুর হলে মানুষ মনুষ্যত্ব ভুলে যায়,
মৎসরে পরশ্রীকাতর হলে মানুষ মনুষ্যত্ব ভুলে যায়।
জীবন উপভোগের জন্য স্বদেশভক্ত এবং সত্যনিষ্ঠ হতে হবে, ব্যর্থ হলে মৃত্যুযন্ত্রণা ভোগতে হবে।
Leave a Reply