“অমানী এবং নিশাতের প্রেমকাহিনী“
নায়ক দিনরাত কাজ করে ঋণশোধে টাকা জোগাড় করে। নায়িকা একমাত্র সন্তান এবং আত্মমগ্নতা রোগে আক্রান্ত। পরিচিত পাত্রের কাছে বিয়ে দেওয়ার জন্য নায়িকাকে সাথে নিয়ে মা বাবা দেশে আসেন। বিকালে বেড়াতে বেরিয়ে পার্কের গাছে অমানিশাত লেখা দেখে নায়িকা মোহগ্রস্ত হয়। এমন সময় ছিনতাইকারীরা তাদেরকে আক্রমণ করে গলার হার হাতের বালা ছিনিয়ে হাত ধরে জোরাজুরি করলে নায়িকা গায়ের জোরে চিৎকার করে। নায়ক দৌড়ে গেলে মারামারি শুরু হয় এবং ছিনতাইকারী তার মাথায় বাড়ি মারে। এসব সাজানো নাটক ছিল যা নায়ক অথবা নায়িকার মা বাবা কেউ জানেনা। নিরাপত্তার সাথে মা বাবা নায়িকাকে নিয়ে বিদেশ ফিরে যান। ঋণশোধে পর ঘটনা জানাজানি হলে নায়কের মা বাবা তাকে বিদেশ যাওয়ার আদেশ করেন, বিনা বাক্যব্যয়ে সে চলে যায় এবং সেখানে তাদের বিয়ে হয়।

You must be logged in to post a comment.