“প্রযুক্তি এবং সম্পূর্ণ স্বাধীনতার উপাখ্যান“
সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভিত্তি করে এই উপন্যাস রচিত। অপার্থিব বাস্তবতা অত্যন্ত মত্ততাজনক। অসামাজিক কার্যক্রম এবং লৌকিকতা বিরোধী মতবাদ মানুষকে একগুঁয়ে এবং একান্তবাসী করে। যে কোনো আসক্তি পারিবারিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলে। সংসার তচনচ হয়, মানুষকে সমাজচ্যুত পর্যন্ত করে। নায়ক সোশ্যাল মিডিয়ায় আসক্ত, নায়িকা তা সহ্য করতে পারে না। নায়ক জানতে এবং বুঝতে পারে নিজের স্বার্থের জন্য দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সমাজজীবনের জন্য বিপজ্জনক প্রযুক্তি প্রস্তুতে ব্যস্ত। চিলচিৎকারে কাজ হবে না জেনে সে লেখালেখির মাধ্যমে সমাজসংস্কারের চেষ্টা চলায়। অনলাইনে লেখালেখির জের ধরে নায়িকা রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়। পরে নায়িকা নিরুপায় হয়ে অনলাইনে লেখা পড়তে শুরু করে এবং ভাগ্যক্রমে ওর স্বামীর ব্লগে নিবন্ধিত হয়ে ওর স্বামীর লেখার ভক্ত হয়।
You must be logged in to post a comment.