Category: মননশীলরচনা

সতর্কবাণী

অন্তঃসত্ত্বা অবস্থায় বউকে যারা বাঁদির মত খাটায় তাদের বংশে নির্বোধ এবং বাঁদি জন্মে। বউকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে ওরা পাকেপ্রকারে লাঞ্ছিত হয়।মেয়েরা হয় বউ, ছেলেরা হয় বর। বউকে সম্মান করলে বংশে বীর জন্মে। এই সত্যের অর্থ না বুঝে যারা বাড়াবাড়ি করে তাদের মাথায় বাড়ি পড়ে।গর্ভারম্ভের মাসে বাঁদর দেখলে বাঁদরমুখো জন্মিলে বাঁদির মত খাটলে কী জন্মিবে? © … Continue reading সতর্কবাণী

নিষিদ্ধ কবিতা

গড়িমসি করে গণতন্ত্র এখন জনগণের গলার গড়ু হয়েছে,কূটনৈতিক আদান-প্রদানের জন্য না পারে কেটে ফেলতে,না পারে মনগড়া গল্প বলে গড়া সাক্ষী দিতে।গড়ায়-গড়ায় গড়াগড়ি করে খোঁয়াড়ে আহ্লাদ গড়াচ্ছে দেখে,দণ্ডকলসে ঠেস লেগে কলসি ফেটে তেল গড়াতে শুরু করেছে।আমি জনাস্তিকে দাঁড়িয়ে অবোলা প্রাণীর মত ফ্যালফ্যাল করে তাকাই,কিছু বলতে পারি না, আমার ভয় হয়, অপমৃত্যুর ভয় হয়।নশ্বর মানুষ বুঝেশুঝে ক্ষমতার … Continue reading নিষিদ্ধ কবিতা

“অখণ্ডনীয়”

ধর্ম শব্দের প্রকৃত অর্থ না জেনে অহিতকামীরা উপহাস করে। অহিতকামীরা মনে করে যারা ধর্মপালন করে ওরা নির্বোধ। অহিতকামীরা জানে না, সময় সাগরকে নগর বানায়, মরুভূমিকে বানায় সাগার। গোপনে যারা অন্যের অনিষ্ট করে তাদের ঘোর অনিষ্ট হয়। অহিতকামীরা জানে না, কোয়াশা পড়লে অভেদ্য অন্ধকার দুর্ভেদ্য হয়, দুর্ভিক্ষের সময় অভুক্তরা অভোজ্য খেতে বাধ্য হয়। মনে রাখতে হবে, … Continue reading “অখণ্ডনীয়”

বাস্তবতা

হাভাতের মনে অনুতাপ, সাধুর মনে পশ্চাত্তাপ,সাধু চিন্তা হয়েছে জনসাধারণের জন্য অভিশাপ,যারা রাজনীতি করে তাদের জন্য সাতখুন মাপ। বিশ্বে বিশ্বাসঘাতকের সংখ্যা বাড়তেই আছে। বকবৃত্তি এবং নীচবৃত্তি প্রতিদিন পুনরাবৃত্ত হয়, আমাদের প্রবৃত্তি বদলে না। অনিচ্ছাসত্ত্বেও মানুষের মৃত্যু হয়, সম্পদ এবং ক্ষমতা কাউকে অমর করতে পারেনি। বিবেকবানরা সাধ্যানুযায়ী একে অন্যকে সাহায্য করে। বিবেকহীনরা হত্যা ধর্ষণ এবং স্বজাতিভক্ষণ ছাড়া … Continue reading বাস্তবতা

হতোস্মি!

আমি আশৈশবের আলাভোলা। আমার কথায় কান দিলে চিলে কান নিয়ে যাবে। তো যাক সার কথায় আসি। দেশে কী হচ্ছে জানতে চাইলে আমার মাথায় খিলি মারে এবং আমি আউলা ঝাউলা হয়ে যাই। আমি পরখ করে দেখেছি, দেশে এখন সুশীল এবং অশ্লীল মিলে আস্ফালনের কেলিকলহ চলছে। তাই সত্যাসত্যের অর্থ বুঝতে এত দেরি হচ্ছে। মনে রাখতে হবে, কর্মফল … Continue reading হতোস্মি!