গল্পের নায়ক নায়িকা কাব্যচর্চা করে। নায়িকার নানা প্রতিষ্ঠিত কবি হওয়ার সুবাদে নায়িকা সহজে জনপ্রিয়তা পায়। নায়ক নিজে লেখক এবং প্রকাশক। সম্পদের লোভে নায়কের নিকটাত্মীয় তার স্ত্রীকে হত্যা করে তাকে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয়। নায়িকার মতামত না জেনে চাচা ওকে নিকটাত্মীয়ের কাছে বিয়ে দেন। মানসিকে এবং দৈহিক অত্যাচার করে নায়িকাকে ঘর থেকে বার করে দিলে নায়কের সাথে পরিচয় হয় এবং মেয়েকে লালন পালন করার জন্য নায়িকাকে পরিচারিকার কাজ রাখে। নানার সাথে নায়িকার মুখাবয়ের মিল থাকায় নিশ্চিত হওয়ার নায়ক নানার সাথে দেখে করে এবং পালাক্রমে সত্যাসত্য জানাজানি হওয়ার পর নানা তাদেরকে বিয়ে করিয়ে দেন।

You must be logged in to post a comment.