“আত্মিক ভালোবাসার গল্প”
অবিশ্বাস্য হলেও অনেকে বিশ্বাস করে মৃত্যুকে নিয়ন্ত্রণ করে অমর হওয়া সম্ভব এবং সম্পদের প্রভাবে প্রতিপত্তিশালী হওয়া যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে যেমন লাভা নির্গত হয়, তদ্রূপ লোভ থেকে লালা নির্গত হয়ে অন্তরকে লোভার্ত করে। লোভে লোভিত এবং প্রলোভনে প্রলোভিত হলে আত্মীয়তা এবং আত্মমর্যাদা নষ্ট হয়। গায়ের জোরে জারিজুরি করে বুদ্ধির জোরে অনেকে অন্যায় অত্যাচার করে। যখন তখন মৃত্যু হবে জেনেও আমরা হত্যা করে হন্তা হই এবং বেঘোরে মৃত্যুকে বরণ করি। অমরত্বের জের ধরে শুরু হলেও উপন্যাসের শেষ হয় মৃত্যুর বার্তা দিয়ে। শাশ্বত সত্য হলো, সদাত্মার সামনে প্রভাবপ্রতিপত্তি একটা শব্দ মাত্র। প্রাকৃতিক শক্তি এবং আত্মিক ভালোবাসার প্রভাবে সদাত্মারা প্রভাবশালী হয়। অভিচারের জন্য দুরাত্মারা পবিত্র মন্ত্রের অপব্যবহার করে। লোভ এবং স্বার্থে আত্মীয়তা নষ্ট হলে তা সুষ্ট করা অত্যন্ত কষ্টসাধ্য।
বই সম্পাদনা হচ্ছে সত্বর আপলোড করব।

You must be logged in to post a comment.