নায়িকা ডাকসুন্দরী এবং বিবাহবিচ্ছেদে বিশেষজ্ঞ। নায়ক ডিগ্রিধারী ব্যবসা পরিচালক। ওরা একে অন্যকে ভালোবাসলেও মুখে না বলার কারণ দুজন নিরাশ্বাস হয়। নায়িকা আধুনিকতা এবং অধিকার সম্পর্কে সচেতন। নায়ক সাধারণভাবে জীবনযাপন করতে চায়। সে জানে মানুষ ভুল করে এবং তুচ্ছ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়ে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। বাল্য বন্ধু হওয়ার সুবাদে এক বিকালে দুজন বেড়াতে যায় এবং নায়কের মোবাইল থেকে নায়িকা ওর ভাইর সাথে কথা বলে এবং পরে নায়িকার বাবা জেরা করে পেটের খবর জেনে নায়কের মোবাইলে ফোন করেন এবং কথায় কথায় বাবারা আসল বিষয় বুঝতে পেরে তাদের বিয়ের সুবন্দোবস্ত করেন এবং বিয়ের পর ওরা সুখস্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে।

You must be logged in to post a comment.