Tag: কবিতা

নিষিদ্ধ কবিতা

গড়িমসি করে গণতন্ত্র এখন জনগণের গলার গড়ু হয়েছে,কূটনৈতিক আদান-প্রদানের জন্য না পারে কেটে ফেলতে,না পারে মনগড়া গল্প বলে গড়া সাক্ষী দিতে।গড়ায়-গড়ায় গড়াগড়ি করে খোঁয়াড়ে আহ্লাদ গড়াচ্ছে দেখে,দণ্ডকলসে ঠেস লেগে কলসি ফেটে তেল গড়াতে শুরু করেছে।আমি জনাস্তিকে দাঁড়িয়ে অবোলা প্রাণীর মত ফ্যালফ্যাল করে তাকাই,কিছু বলতে পারি না, আমার ভয় হয়, অপমৃত্যুর ভয় হয়।নশ্বর মানুষ বুঝেশুঝে ক্ষমতার … Continue reading নিষিদ্ধ কবিতা

আত্মদর্শন

নিজেক চিনেছি আমি প্রভুকে অন্তরে পেয়েছি,আঁখিজলে তৃষ্ণা মিটিয়ে বর্ষার মেঘে ভিজেছি,জপজিগিরে মন প্রাণবন্ত হয় আমি জেনেছি,সিদ্ধাই হতে চাইলে সংসিদ্ধ হতে হয় শুনেছি,বজ্রাসনে বসে অবশেষে আত্মদর্শন করেছি। © Mohammed Abdulhaque

‘টুকটুকে লাল স্বাধীনতা’

আবেগপ্রবণ হয়ে স্বাধীনতার কবিতা লেখা যায় না,স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দেওয়া হয়েছে।স্বাধীনতার জন্য আরশ আশমান কাঁপে,স্বাধীনতা ছেলের হাতের মোয়া নয়।স্বাধীনতা হলো মুক্ত বাতাস,হঠাৎ দম ফুরিয়ে শ্বাসপ্রশ্বাস থামলে কলিজা ফাটে,টুকটুকে লাল স্বাধীনতা রক্ত হয়ে নাড়িতে দৌড়ে,রক্ত বার করে ধমনিতে পানি ভরলে জীবনান্ত হয়,পরাধীন মানুষ মৃত্যু কামনা করে।স্বাধীনতা হলো মহাবীরের হুঙ্কার,যার দাপটে আত্মা চমকে কলিজা শুকায়।আহ … Continue reading ‘টুকটুকে লাল স্বাধীনতা’

দয়াময় দয়া করো

আকাশ থেকে পানি নামলে খানি পাই,পাতালে চলে গেলে ভুখ পিয়াসে মরে যাই,করের চক্রে পড়ে নিকড়ে গরিবরা হচ্ছে ভবঘুরে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।বিষ উপবিষে বিশ্বাস হচ্ছে বিষাক্ত,নির্বিষ মেটেসাপের কষ্ট হয়েছে নিরুপাখ্য,বন্যার জলে দোমেটে ঘর ভাটিতে ভেসে গিয়েছে,দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।কায়ক্লেশে কাজ করে অদীনরা হয় নির্ধন,সুখে-স্বচ্ছন্দে বাঁচতে চেয়ে সুখিরা এখন … Continue reading দয়াময় দয়া করো

সৃষ্টির ভিতরে স্রষ্টা

স্বেচ্ছায় কিচ্ছু হয়নি, নিশ্চয় কারো ইচ্ছায় শুরু হয়েছিল,যেমন বিচ থেকে গাছ হয়, ফুলে মধু থাকে এবং নির্দিষ্ট সময়ে ফল পাকে,ফলে বিচি থাকে, অনুপযুক্ত পরিবেশে থাকলে বিচি পচে গলে নাশ হয়,বীজদল এবং উদ্ভিদভ্রুণ স্বয়ংসৃষ্ট নয়।বাতাসে অম্লজান আছে, অম্লজানে আছে জীবনীশক্তি,বহির্বিশ্বে অম্লজান নেই, তবে শব্দঢেউ আছে,বাতাস স্রষ্টার বিশেষ নির্দেশ এবং নিদর্শন, বাতাস স্বয়ংপ্রকাশ হয়নি।সাগরে পানি আছে, লবণাক্ত … Continue reading সৃষ্টির ভিতরে স্রষ্টা