“আত্মিক ভালোবাসার গল্প” অধ্যাত্মতত্ত্বে তাত্ত্বিক হতে চেয়ে জেনেছি, পরমাত্মার প্রভাবে আত্মা প্রাণবন্ত এবং পরমাত্মীয়রা রক্তের সাথে সম্পৃক্ত। এসব প্রমাণসিদ্ধ এবং মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও অমরত্বে বিশ্বাসী শৌভিক জাদুবলে মায়াবন বানিয়ে আদ্যলীলা করার জন্য বৃহস্পতির বারবেলায় মোহসঞ্চারক তেগ উঁচিয়ে শিষ্যদের উদ্দেশে বললো… “শণ্মাস আগে হতাশ্বাস হলেও অবশেষে পূর্ণগ্রাসে পূর্বাভাস পেয়েছি। মাহেন্দ্রক্ষণে নিরঞ্জনার রক্ত পানে অমর হব।”অপলকদৃষ্টে তাকিয়ে … Continue reading পরমাত্মীয়
Tag: চিরায়ত উপন্যাস
জাতে বাংলাদেশি
“জাতে বাংলাদেশি হলো, স্বজাতীয় সমস্যার সারাংশ” নারী কপাল কুঁচকে অস্পষ্টকণ্ঠে বললো, "অপহারকের মত তাকিয়েছে কেন? রোমহর্ষক চোরাচাহনির প্রভাবে ভয় এবং উত্তেজনায় শিরশির করে শিহরিত হয়েছি। চিন্তা চেতনায় অলীক ভাব বাসা বানাচ্ছে। অবেলায় অপহৃত হলে অসহায় হবো। বৃহস্পতির বারবেলায় একী ভেলকি লাগলো?"বিজ্ঞাপনের দিকে তাকিয়ে কপালে আঘাত করে নর বললো, "হায় রে হায়! আজেবাজে চিন্তা করতে চাই … Continue reading জাতে বাংলাদেশি
আত্মাভিমানী
আত্মাভিমানী হলো অহংকারী শহুরে নারীর প্রেমকাহিনী… যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোৎসবে এসে সুভাসের সাফল্যে তার মা বাবা আনন্দে আপ্লুত। আনন্দাশ্রু মুছে তার বাজু ধরে শান্তগম্ভীর কণ্ঠে বাবা বললেন, "আজ তুমি স্বাবলম্বী পুরুষ হয়েছ।""খুশিতে ডগমগ অথবা আহ্লাদে আটখানা হতে চাই না। ব্যস্ত শহরে বসবাস করে আমি বাস্তবিক হয়েছি। নিজে কম খেয়ে কমদামি কাপড় পরে, আমাকে ভালো খাইয়ে … Continue reading আত্মাভিমানী