Spiritual meditation
We believe we are innocent, we are always right, others are wrongdoers, and always wrong. We want everything as we wish. Our conscience does not prevent us from doing wrong to others. Now think of the opposite. That we do to others, what if others do that to us? Like fools, we forget that death stays with us. We are reluctant to accept that death is our only companion. Remembering death changes our attitude. We get angry and change the subject. We do not want to die, even though death is predestined. Honour, wealth, and power cannot bring a dead person back to life. But we oppress unjustly for the sake of power and prestige. What happens when we go to bed exhausted after a long day at work? Have you ever wondered how helpless we are? No matter what we do, we will not be saved from death. Therefore for self-improvement, voluntary benevolence should be done before death, so that the earth will be green and stable.
আধ্যাত্মিক ধ্যান
আমরা বিশ্বাস করি আমরা নির্দোষ, আমরা সবসময় সঠিক, অন্যরা অন্যায়কারী এবং সবসময় ভুল। আমরা সবকিছু ইচ্ছেমত চাই। অন্যের সাথে অন্যায় করতে আমাদের বিবেক বাধা দেয় না। এখন তার বিপরিত চিন্তা করো। আমরা অন্যের সাথে যা করি তা অন্যরা আমাদের সাথে করলে কেমন হবে? মৃত্যু যে আমাদের সাথে থাকে নির্বোধের মত আমরা তা ভুলে থাকি। আমরা মানতে নারাজ মৃত্যু যে আমাদের একমাত্র সাথি। মৃত্যুর কথা স্মরণ হলে আমাদের হাবভাব বদলে যায়। আমরা রাগারাগি করে বিষয় বদলাই। আমরা মরতে চাই না যদিও মৃত্যু পূর্বনির্ধারিত। সম্মান সম্পদ এবং শক্তি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। কিন্তু প্রভাব এবং প্রতিপত্তির জন্য আমরা অন্যায় অত্যাচার করি। সারাদিন খেটে ক্লান্ত হয়ে রাতে যখন ঘুমাই তখন আমাদের কী অবস্থা হয়? আমরা কত অসহায় তা কি কখনো ভেবেছি? যে যাই করিনা কেন, মৃত্যুর হাত থেকে আমরা নিস্তার পাব না। তাই আত্মোন্নতির জন্য মৃত্যুর আগে স্বেচ্ছায় পরোপকার করা উচিত, এতে পৃথিবী সবুজ এবং স্থিতিশীল হবে।