Happiness is felt emotionally, and happiness ends very quickly. No one can forget the wounds of injury and physical torture because torture is part of physical suffering and grief.
সুখ আমরা মানসিকভাবে অনুভব করি এবং সুখের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। অত্যচারের দৈহিক কষ্ট দুঃখের অংশ হওয়ার দরুন আঘাতের ক্ষত এবং মানসিক অত্যাচার অত্যাচারিতরা ভুলতে পারে না।
Negative behaviour makes us indebted, positive behaviour makes us rich, but we are accustomed to immorality. Obscenity and oppression have become part of our daily routine because many people do not know the meaning of morality.
ঋণাত্মক আচরণ আমাদেরকে ঋণগ্রস্ত করে, ধনাত্মক আচরণ আমাদেরকে ধনী করলেও আমরা অনৈতিক কাজে অভ্যস্ত। নৈতিকতার অর্থ অনেকে না জানার দরুন অশ্লীলতা এবং অত্যাচার আমাদের দৈনিক কৃতকর্মের অংশ হয়েছে।