নয়নে তাঁর রূপ হেরেছি, অন্তরে পেয়েছি পরশ,
কণ্ঠলগ্নে নেশায় চুর হয়েছি, কন্ঠে এসেছে সুর,
তাঁর বিরহে তনুমনে জ্বলছে বিরহানল,
প্রেমানলে পুড়ে কণ্ঠে এসেছে মোহনসুর,
তাইতো নিরালায় বসে তাঁর গুণগান গাই নিরলস।
কেঁদে রাত জাগি, দিন কাটাই ঘুরে,
হাঘরে হয়ে জেনেছি প্রভু আছেন অন্তরে।
দেহ তরী ভাসিয়েছি পাপে বোঝাই করে,
আমি ডুবেছি প্রেমের সাগরে।
প্রেম আমার জপলীলা, প্রেম আমার গলার মালা,
প্রেম আমার সাধনা, প্রেমই আমার শেষ ঠিকানা।
স্থির বিশ্বাসে প্রমদার প্রেমে মজলে প্রমা হয় ভালাই,
প্রেম থাকে প্রেমিকের চেতনায়, প্রেমের আঁকার নাই।