চাষারা প্রকৃত দেশপ্রেমী,
চাষারা মনেপ্রাণে দেশকে ভালোভাসে,
চাষারা মাটি কামড়ে পড়ে থাকে,
চাষারা চোখের জলে জলসেচ করে,
চাষারা তাজা রক্তে ঊষর মরুকে করে উর্বর,
চাষার সাথে যারা অন্যায় করে ওরা বর্বর।
অনাবৃষ্টি এবং অতিবৃষ্টিতে ফসল নষ্ট হলে,
চাষার দিকে যারা সাহায্যের হাত বাড়ায়,
তাদের হাতে অদৃশ্য খড়গ থাকে,
চাষারা খড়গ ভয় পায়,
খড়গ দেখলে চাষার ভুখ মরে যায়,
চাষারা আত্মাশ্রয়ী হতে চায় অধ্যবসায়।
চাষারা ফসল মজুদ করে না,
চাষারা পুঁজিপতি হতে চায় না,
চাষারা ঈষে আয়স লাগিয়ে হয় আয়াসী,
চাষারা চাইলেও হতে পারে না ভোগবিলাসী,
চাষারা হালচাষ না করলে উপোস মরবে বিশ্ববাসী,
চাষাকে আমি ভালোবাসি।
চাষার চোখে থাকে সুখসমৃদ্ধির স্বপ্ন,
চাষার মনে থাকে মোক্ষলাভের আশা,
চাষারা ফ্যাসিবাদে বিশ্বাস করে না,
চাষারা বুঝে না ধনিকশ্রেণির পরিভাষা,
চাষার সাথে আমার মেলামেশা,
আমি হলাম চাষার ঘরের চাষা।
© Mohammed Abdulhaque
Like this:
Like Loading...
Related