গজল
এই দুনিয়া মায়ার লীলাখেলা,
নবরঙ্গের এই দুনিয়ায় সবি তো মায়া … মায়া মায়া,
মাটির মানুষ মাটি খেয়ে পেট ভরতে পারে না,
মাটির মানুষের মনে লোভ লালস আছে,
ষড়রিপুর যন্ত্রণায় হয়েছি আলাভোলা,
জগৎসংসারে স্ত্রী সন্তান নিয়ে সকলে ভাবে,
সন্তানকে আদব কায়দা দ্বীন-ধর্ম না শিখালে,
মা বাবার সাথে অন্যায় অত্যাচার করলে,
সময়ে বদলাবে পালা।
বেটি বইন ভাগনি সকলের আছে,
ছেলের বউ স্ত্রীর সাথে অন্যায় অত্যাচার করলে হবে অবলা,
দাদা দাদি নানা নানির কথা কয়জনের মনে পড়ে?
শ্বশুর শাশুড়িকে যাবে না ভুলা,
আমার আমার করি আমরা দুনিয়ার মালিক তো আল্লাহ,
মনে থাকে যেন কবরে থাকব একেলা।
Leave a Reply